top of page
  • Facebook
  • LinkedIn
  • X
  • White YouTube Icon

নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রিপোর্টিং পুরস্কার - ২০২৫




নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে উৎসাহিত করতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো “নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রিপোর্টিং পুরস্কার-২০২৫” চালু করতে যাচ্ছে চেঞ্জ ইনিশিয়েটিভ। পুরস্কার প্রদানের লক্ষ্যে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র (পত্রিকা/অনলাইন) ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করা হচ্ছে।   ২জানুয়ারী ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ সময়কালে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনসমূহ থেকে নিরপেক্ষ বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নিম্নোক্ত বিভাগসমূহে সেরা প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে: 


সংবাদপত্র (প্রিন্ট/অনলাইন)

বাংলাদেশ থেকে প্রকাশিত যে কোনো বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র, সাময়িকী এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। বিজয়ীকে পুরস্কার হিসেবে ৭৫,০০০ (পচাত্তর হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। 


টেলিভিশন

বিটিভিসহ বাংলাদেশ থেকে পরিচালিত বেসরকারি টিভি চ্যানেলসমূহে প্রচারিত সংবাদ প্রতিবেদন। বিজয়ীকে পুরস্কার হিসেবে ৭৫,০০০ (পচাত্তর হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র ও প্রতিবেদন পাঠানোর শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৫। 



আবেদন জমা দেওয়ার ফরমঃ https://forms.gle/owzWSJSj6uDNatpZ9



যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ +৮৮-০১৩০২-৮৪৩৫২৩ অথবা ই-মেইল করুন communication@changei.earth


নিয়মাবলী    

প্রতিবেদন জমা দেওয়ার আগে নির্দিষ্ট নিয়মাবলী সতর্কতার সঙ্গে পড়ুন 


দুই বিভাগে ২টি পুরস্কার প্রদান করা হবে; তবে কোনো বিভাগে বিচারকদের বিবেচনায় পুরস্কার প্রদানযোগ্য কোনো প্রতিবেদন বা প্রামাণ্য অনুষ্ঠান পাওয়া না গেলে, সে বিভাগে পুরস্কার প্রদান করা হবে না। 


সকল প্রতিবেদন নির্ধারিত ফরম্যাট ও নিয়ম মেনে https://forms.gle/owzWSJSj6uDNatpZ9 এই ঠিকানায় অনলাইনে জমা দেওয়া যাবে। 


সশরীরে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিস বা ইমেইলের মাধ্যমে পাঠানো কোনো প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না; 


প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইনে নির্ধারিত বিভাগের জন্য নির্দিষ্ট ফরমটি নির্বাচন করে, প্রয়োজনীয় সকল তথ্য যথানিয়মে পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ যথাস্থানে, যথানিয়মে আপলোড করতে হবে। অসম্পূর্ণ ফরম স্বয়ংক্রিয়ভাবেই জমা হবে না এবং মূল্যায়নের জন্য গৃহীত হবে না; 


টেলিভিশন প্রতিবেদনের লিংক প্রেরণের ক্ষেত্রে প্রতিবেদনটি অবশ্যই সংশ্লিষ্ট টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল/ ফেসবুক পেজের হতে হবে। 


সিরিজ প্রতিবেদন ব্যতীত একই বিভাগে একাধিক প্রতিবেদন জমা দেওয়া যাবে না। তবে সাপোর্টিং হিসেবে প্রচারিত/প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত কোনো প্রাতিষ্ঠানিক পদক্ষেপ কিংবা ফলোআপ প্রতিবেদন জমা দেওয়া যাবে, যা মূল প্রতিবেদনের অংশ হিসেবেই বিবেচিত হবে।  


পাঠক/দর্শক বা আগ্রহী যে কেউ উল্লিখিত বিভাগসমূহে প্রকাশিত/প্রচারিত নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রতিবেদন মনোনীত করতে পারবেন, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিবেদকের সম্মতিপত্র স্ক্যান করে অবশ্যই সংযুক্ত করতে হবে; 


যথাযথ নিয়মে এবং সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণ করে জমা দেওয়া প্রতিবেদনগুলো চেঞ্জ ইনিশিয়েটিভ কর্তৃক মনোনীত বিচারকমণ্ডলী মূল্যায়ন করবেন এবং এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রত্যেক বিচারক পৃথকভাবে প্রতিটি প্রতিবেদন যাচাইয়ের পর, সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে বিচারকমণ্ডলীর সভায় চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। বিজয়ী নির্বাচনে চেঞ্জ ইনিশিয়েটিভের কোনো কর্মীর মতামত বিবেচনায় নেওয়া হবে না।


Comments


UPDATES

Stay up to date with the latest from Change Initiative

CHANGE INITIATIVE

House: B157, Road: 22, New DOHS, Mohakhali, Dhaka 1206, Bangladesh
Phone: +88-0130-284-3523 | Email: communication@changei.org

  • Facebook
  • X
  • LinkedIn
  • Instagram
  • Youtube

Rights reserved © Change Initiative. Developed by IT department.

bottom of page